॥মাহ্ফুজুর রহমান॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৪শে নভেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরী রেলগেট-সিংগাপাড়া বাঁধ সড়কে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় তার সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের সদস্য মিসেস রেবেকা সুলতানা সাজুসহ জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, আনোয়ার হোসেন, শামচুজ্জামান মিন্টু, এ.কে.এম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-II এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্ত্বাবধানে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজটি সম্পাদন করছেন ফরিদপুরের ঠিকাদার মোঃ নাসির উদ্দিন খান।
চন্দনী ইউপির বাড়াইজুরী রেলগেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি
