Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালিকাপুরে ডেইরী ফার্ম পরিদর্শন করলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক গত ২২শে নভেম্বর দুপুরে কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের আবু জাফর মিয়ার কালিকাপুর ডেইরী ফার্ম, আলম মিয়ার আশা ডেইরী ফার্ম ও হাসন মিয়ার হাসান ডেইরী ফার্ম পরিদর্শন করেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশরাফুল ইসলাম, কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর হোসেন ও পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক উন্নত জাতের গাভী পালনে আদর্শ গো-শালা তৈরী, পরিমান মত সুষম খাদ্য বিশেষ করে খর, সবুজ ঘাস ও দানাদার জাতীয় খাদ্য খাওয়ানো, গাভীর দুধ দোহন ও বিপণন এবং রোগ ও চিকিৎসা সম্পর্কে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।