॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক গত ২২শে নভেম্বর দুপুরে কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের আবু জাফর মিয়ার কালিকাপুর ডেইরী ফার্ম, আলম মিয়ার আশা ডেইরী ফার্ম ও হাসন মিয়ার হাসান ডেইরী ফার্ম পরিদর্শন করেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশরাফুল ইসলাম, কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর হোসেন ও পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক উন্নত জাতের গাভী পালনে আদর্শ গো-শালা তৈরী, পরিমান মত সুষম খাদ্য বিশেষ করে খর, সবুজ ঘাস ও দানাদার জাতীয় খাদ্য খাওয়ানো, গাভীর দুধ দোহন ও বিপণন এবং রোগ ও চিকিৎসা সম্পর্কে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
কালিকাপুরে ডেইরী ফার্ম পরিদর্শন করলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
