Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কসবামাজাইলের শান্তিকোলায় গড়াই নদীর তীব্র ভাঙন ভাঙন রোধে দোয়া মাহফিল

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির শান্তিকোলা পশ্চিমপাড়া গ্রামে গড়াই নদীর তীব্র ভাঙনে ঘর-বাড়ী, ঈদগাহ ও গোরস্থান হুমকীর মুখে পড়েছে। এতে করে গ্রামবাসী লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানাযায়, শান্তিকোলা পশ্চিমপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা জর্জ আলী বিশ্বাসসহ আমোদ আলী বিশ্বাস, সায়েদুল বিশ্বাস, নওশের বিশ্বাস, বছির বিশ্বাস, জাকির বিশ্বাস, সালাম শেখ, আশরাফ শেখ ও আল আমীনসহ কয়েকটি পরিবারের ঘরবাড়ী গড়াই নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। এছাড়া শান্তিকোলা পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ ও গোরস্থান গড়াই নদীর ভাঙনের হুমকীর মুখে পড়েছে। এরআগে গ্রামবাসী লোকজন ভাঙন রোধে নদীতে বালির বস্তা ফেলেন। কিন্তু বর্তমানে গড়াই নদীর পানি কমতে থাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
এদিকে গড়াই নদীর ভাঙন থেকে রক্ষা পেতে গ্রামবাসী লোকজন গতকাল ২৪শে নভেম্বর জুম্মার নামাজের পর শান্তিকোলা পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বয়রাট মাজাইল ফাজিল স্নাতক মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম মোঃ তকিউদ্দিন।
অনুষ্ঠানে কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান ও কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন অরফে শাম মন্ডল, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা জর্জ আলী বিশ্বাস, লিয়াকত আলী মাস্টারসহ মসজিদের মুসল্লী ও গ্রামবাসী লোকজন উপস্থিত ছিলেন।