॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের নেতা মনিরুজ্জামান চৌধুরী মবিকে আহবায়ক এবং রাকিবুল ইসলাম লাবু ও সোহেল রানাকে যুগ্ম আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ গত ১৬ই নভেম্বর এ কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটির সদস্যগণ হলেন ঃ জমির হোসেন জয়, পিকুল হোসেন, লাল্টু মিয়া, জিরুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, আলমগীর হোসেন, কাওসার মিয়া, লুৎফর রহমান, রাসেল মোল্লা, শরিফুল ইসলাম শরীফ, সেলিম উর রেজা, আলিমুজ্জামান জোয়ার্দ্দার, এস.এম মইনুল ইসলাম হিমেল, জিল্লাল মোল্লা, লতিফ শেখ, ইলিয়াস হোসেন, মিজু আহমেদ ও ফারুক শেখ।
গত ২২শে নভেম্বর বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের হাতে অনুমোদিত কমিটি প্রদান করেন। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আশিক মাহমুদ মিতুল হাকিম উপস্থিত ছিলেন।
কালুখালীর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন
