Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মহেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এএসআই মঞ্জুরুল ইসলামের অকাল মৃত্যু

॥কাজী তানভীর মাহমুদ॥ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাজবাড়ী পুলিশ লাইন্সে কর্মরত এএসআই মঞ্জুরুল ইসলাম(৫০) নিহত হয়েছে। গতকাল ২৩শে নভেম্বর সন্ধ্যায় জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
তার অকাল মৃত্যুতে রাজবাড়ী সফরে আসা স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন,এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস কামরুন নাহার চৌধুরী লাভলী, বাংলাদেশ পুলিশের অতিরিক্তি আইজিপি ও ঢাকা রেঞ্জ ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম,বিপিএম এবং পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা গভীর শোক প্রকাশ করেছেন।
রাজবাড়ী পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর(আর.আই) মোঃ আব্দুল মান্নান মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে মহেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে পতাকার পাইপ খুলতে গিয়ে এএসআই মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎপৃষ্ঠ হয়। তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকসানা খাতুন জানান, পুলিশের এএসআই মঞ্জুরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম হাসপাতালের জরুরী বিভাগে মৃত পুলিশ সদস্য মঞ্জুরুল ইসলামকে দেখতে এসে জানান, মহেন্দ্রপুর ক্যাম্পে বিদ্যুৎপৃষ্ঠ হবার পরই তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।