Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালিকাপুরে হাইব্রিড জাতের লাউয়ের চাষ করে সফলতা পাচ্ছেন কৃষক জাফর মিয়া

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের কৃষক আবু জাফর মিয়া তার বাড়ীর পাশে মাঠে হাইব্রিড জাতের লাউয়ের চাষ করে সফলতা পেয়েছেন।
কালুখালী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শ নিয়ে এ বছর ২২শতাংশ জমিতে লাউ চাষ করেন কৃষক আবু জাফর মিয়া। এখন প্রতিদিন সকালেই তার লাউ ক্ষেতে এসে ভিড় জমায় তরকারী দোকানদারা। ৩০ থেকে ৫০টাকা দামের মধ্যে প্রতিটি লাউ বিক্রি করেন তিনি।
জানাযায়, গতকাল বুধবার দুপুরে কালুখালী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রামকৃষ্ণ সেন কালিকাপুর মাঠে কৃষক আবু জাফর মিয়ার লাউ সবজী বাগান পরিদর্শন করেন। বিষমুক্ত অবস্থায় ভালো ফলনে লাউ উৎপাদনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি। কৃষক আবু জাফর মিয়া জানান, লাউ সবজী এমনিতেই ভালো। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে লাউয়ের বাগান করে বেশ সফলতা পাচ্ছেন তিনি।