Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধুর ৭ই মার্চের বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রা

॥রফিকুল ইসলাম॥ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় দেশব্যাপী কর্মসূচী পালনের লক্ষ্যে গতকাল ১৫ই নভেম্বর বিকেলে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড.এ.কে.এম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমানসহ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ অংশগ্রহণ করেন।
ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫শে নভেম্বর দেশব্যাপী আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী পালনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।