Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাদক ও জঙ্গীবাদ দমনে সকলের সহযোগিতা চাইলেন কালুখালী থানার নতুন ওসি

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম।
গত ১৩ই নভেম্বর বিকেল ৫টায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ নূরে আলম ফকিরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ শহিদুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোঃ আমিনুল ইসলাম কালুখালী থানায় যোগদানের পূর্বে মাগুরার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম ১৯৯৫ সালে উপ-পুলিশ পরিদর্শক(এস.আই) পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১০ সালে তিনি পরিদর্শক পদে পদোন্নতি পান। তিনি নীলফামারি, বগুড়া, রাজশাহী, নাটোর, কেএমপি, বাগেরহাটে চাকুরী করাসহ ২০১৩ থেকে ১০১৭ সাল পর্যন্ত সিআইডি ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালে কসোভো ও ২০১০ সালে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
কালুখালী থানায় যোগদানের পর তিনি থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রেখে সর্বসাধারনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা গত ৫ই নভেম্বর রদবদলের এ আদেশ প্রদান করেন। কালুখালী থানার বিদায়ী ওসি নূরে আলম ফকিরকে লাইনওয়্যার করা হয়েছে।