Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ বাজার থেকে মদের দোকান অপসারণ করতে মতবিনিময় সভা

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার থেকে দেশী মদের দোকান অপসারণসহ শহরকে মাদকমুক্ত করতে গতকাল ১৩ই নভেম্বর মাদক বিরোধী আন্দোলন কমিটি ও বাজারের আড়তপট্টি ভুষিমাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নিজাম।
বেলা ১১টায় গোয়ালন্দ বাজার আড়তপট্টি ভুষিমাল ব্যবসায়ী সমিতির সভাপতি আরশাদ মোল্যার সভাপতিত্বে তার আড়ত ঘরে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, পৌরসভার প্যানেল মেয়র ও বাজার এলাকার কাউন্সিলর কোমল কুমার সাহা, আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ফকীর নুরুজ্জামান মিয়া, সরকারী কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকীর, আ’লীগ নেতা শহিদুল ইসলাম খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাসির উদ্দিন, কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, কোব্বাত কাজী, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্যা, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া, ব্যবসায়ী হোসেন আলী জোয়াদ্দার প্রমুখ। সভা সঞ্চালনা করেন মাদক বিরোধী আন্দোলন কমিটির সদস্য মোঃ সুমন।
মতবিনিময় সভায় গোয়ালন্দ বাজারের আড়তপট্রি এলাকায় অবস্থিত দেশী মদের দোকান অপসারণসহ গোয়ালন্দ শহরকে মাদকমুক্ত করার ঘোষণা দেন পৌরসভার মেয়র। ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে তিনি সকলকে সাথে নিয়ে সব ধরনের মাদকমুক্ত করার কথা জানান। একই সাথে শহরের রাস্তা, ড্রেনসহ অন্যান্য সমস্যা সমাধানেরও কথা জানানো হয়।