Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ক্ষমতা হারানোর ভয়ে ভীত আ’লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না –পাংশায় সাবেক এমপি খৈয়ম

॥এম.মনিরুজ্জামান॥ রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে ভীত-সন্ত্রস্ত আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। তারা জানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ জন্যই তারা যেনতেনভাবে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়।
গতকাল ১৩ই নভেম্বর বিকালে পাংশা উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ সরদারের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাসিরুল হক সাবু’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, সহ-সভাপতি এডঃ মোঃ লিয়াকত আলী, কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ আব্দুর রাজ্জাক খান, সদস্য-সচিব মোঃ মোসলেম উদ্দিন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু, সহ-সভাপতি হাবিবুর রহমান রাজা, শামসুল আলম আকুল, মনসুর আলী মন্টু, মরহুম আজিজ সরদারের সন্তান দেলোয়ার সরদার, ভাই ছামাদ সরদার ও পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন সরদার প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরো বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার দেশে এক নাজুক পরিস্থিতি সৃষ্টি করেছে। ক্ষমতায় এসেই তারা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে। ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্বিচারে খুন-গুম করা হচ্ছে। অতিষ্ঠ জনগণ অচিরেই রাস্তায় নেমে আসবে। সরকারের দুঃশাসনের পতন ঘটবে। দেশের আপামর মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপিই আবার ক্ষমতায় আসবে।