Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালজ্বয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্ম বার্ষিকী আজ

॥রঘুনন্দন সিকদার॥ কালজ্বয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্ম বার্ষিকী আজ। ১৮৪৭ সালের এই দিনে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তার সমাধিস্থলে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে বাংলা একাডেমী, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পরিষদ, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। কাল ১৪ই নভেম্বর মীরের সমাধি প্রাঙ্গণে বাংলা একাডেমী কর্মসূচীর আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেনের লেখা গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই বাংলা সাহিত্যের অমর সৃষ্টি।