Site icon দৈনিক মাতৃকণ্ঠ

টাকির ওজন দেড় কেজি

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে গতকাল ১০ই নভেম্বর সকালে দেড় কেজি ওজনের ৪টি বড় টাকি মাছের দেখা মেলে। এত বড় টাকি মাছ দেখতে অনেকে ভীড় জমায়।
মাছ বিক্রেতা জাহিদ সরদার জানান, সকালে বালিয়াকান্দি উপজেলার মৈশালা বিল থেকে দেশীয় প্রজাতির শৈল, টাকি, কাতলা, পুটি মাছের সাথে ৪টি বিশাল আকৃতির টাকি মাছ নিয়ে স্থানীয় মাছ চাষী বাজারে আসেন। ৩হাজার ৩০০টাকা দিয়ে তিনি মাছগুলো কিনে নেন। পরবর্তীতে একেকটি বড় টাকি ৫০০-৫৫০টাকা কেজি হিসেবে বিক্রি করেন। এ ধরনের এত বড় টাকি মাছের দেখা মেলেনা বলে অনেক উৎসুক মানুষ মাছগুলো দেখতে সেখানে ভীড় জমান। মুহুর্তের মধ্যেই বড় টাকি চারটি বিক্রি হয়ে যায়।
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, সাধারণত দেশীয় প্রজাতির এত বড় টাকি মাছের দেখা মেলে না। যেহেতু বিল থেকে আনা হয়েছে, সেহেতু এমনও হতে পারে বিলে দীর্ঘদিন ধরে এ মাছগুলো ছিল, যা সহজে ধরা পড়েনি। ছোট মাছ খেয়ে এরা এত বড় হয়ে থাকতে পারে।