Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা পেলেন এমপি মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ বাংলাদেশের ৬৪ জেলা থেকে বাছাই করা ৮৪টি পরিবার ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে সম্মানিত হয়েছে। ২০১৬-২০১৭ অর্থ বছরে জেলা ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কর পরিশোধের জন্য প্রথম বারের মতো এই সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। রাজবাড়ী জেলা থেকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবার এই সম্মাননা পেয়েছেন।
আয়কর মেলা শেষে গত ৮ই নভেম্বর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে আয়োজিত অনুষ্ঠানে ‘কর বাহাদুর পরিবার’কে সম্মাননাপত্র তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম.এ মান্নান এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক।
একই অনুষ্ঠানে সেরা করদাতাদেরও পুরস্কৃত করা হয়। দীর্ঘ মেয়াদী কর দেওয়ার জন্য ৫১৭জনকে ট্যাক্স কার্ডও দেওয়া হয় একই অনুষ্ঠানে। রাজস্ব আদায় পরিকল্পনার এক-তৃতীয়াংশ আয়কর থেকে আদায়ের লক্ষ্য ঠিক করে এবারের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী মুহিত করদাতাদের উৎসাহিত করতে ‘কর বাহাদুর পরিবার’-এর ঘোষণা দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, দীর্ঘ সময় ধরে কোনো পরিবারের সব সদস্য কর দিলে সে পরিবার ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে স্বীকৃতি পাবে।
উল্লেখ্য, ৬৪টি জেলার মধ্যে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা পায়নি কেউ। রাজনীতিবিদদের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ‘কর বাহাদুর পরিবার’ হয়েছেন। এদের মধ্যে সংসদ সদস্যদের মধ্যে রাজবাড়ী জেলা থেকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবার এই সম্মাননা পেয়েছেন।
এছাড়াও ৭ম বারের মত রাজবাড়ী জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে পাংশার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু সম্মাননা পেয়েছেন।