॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৫ই নভেম্বর বিকেলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বার্ষিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত উপজেলার ১৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২০১৬-২০১৭ অর্থ বছরের বার্ষিক অনুদানের মোট ৩লাখ টাকার চেক বিতরণ করা হয়।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছেন। দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে নানামুখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমসহ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সমিতির নেতৃবৃন্দকে প্রদত্ত অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহারের দিক নির্দেশনা প্রদান করেন তিনি। সেইসাথে তিনি আগামীতে প্রতিযোগিতামূলক সেলাই প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান কর্মসূচী আয়োজন করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, জেলা পরিষদের সদস্য ও হিতৈষী মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী নুরুন্নাহার বেগম, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র ও দুঃস্থ মাতৃকল্যাণ সংস্থার সভানেত্রী রাশিদা ইয়াসমীন, চন্দনা মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া পারভীন ও দীপ্তি নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী শামীমা নাসরীন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শান্তনা বিশ্বাস।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, পাংশাতে মহিলা বিষয়ক দপ্তরের আওতায় নিবন্ধনকৃত ৩৯টি সমিতি রয়েছে। এরমধ্যে ৭টি সমিতি নিষ্ক্রিয়। তিনি সমিতির মনিটরিং কার্যক্রম জোরদারকরণের গুরুত্বারোপ করেন।
জানাযায়, প্রান্তিক মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার টাকা, উদয়ন মহিলা কল্যাণ সংস্থা ২৫ হাজার টাকা, দুঃস্থ মাতৃ কল্যাণ সংস্থা ২০ হাজার টাকা, সূর্যের হাসি মহিলা কল্যাণ সংঘ ২০ হাজার টাকা, দুঃস্থ মহিলা উন্নয়ন সমিতি ১৫ হাজার টাকা, হিতৈষী দরিদ্র মহিলা কল্যাণ সংস্থা ১৫ হাজার টাকা, মেঘনা খামারপাড়া মহিলা কল্যাণ সমিতি ২০ হাজার টাকা, দীপ্তি নারী উন্নয়ন সংগঠন ১৫ হাজার টাকা, পদ্মা মহিলা কল্যাণ সমিতি ২০ হাজার টাকা, মহিলা সমাজ বিকাশ সংস্থা ১৫ হাজার টাকা, নবজীবন মহিলা সংস্থা ২৫ হাজার টাকা, বাগদুলী আদর্শ মহিলা উন্নয়ন সমিতি ২০ হাজার টাকা, আশ্রয়ণ মহিলা কল্যাণ সমিতি ১৫ হাজার টাকা, দুঃস্থ্য মহিলা সমাজ উন্নয়ন সমিতি ১৫ হাজার টাকা, নারী অঙ্গণ সংস্থা ২৫ হাজার টাকা, আশজা নারী কল্যাণ সমিতি ১০ হাজার টাকা ও প্রগতি মহিলা কল্যাণ সংস্থাকে অনুদানের ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছসেবী মহিলা উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।