॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে গতকাল ৪ঠা নভেম্বর সকাল ১০টায় টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে কৃমি ট্যাবলেট দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
এ সময় টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মোফাজ্জেল হোসেন বকুল, ইপিআই সুপার ভাইজার মোঃ নাজিমুদ্দিন মিয়া পলাশ এবং শেখ রহমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ই নভেম্বর পর্যন্ত এ কার্যক্রমে পৌরসভার মধ্যে সকল প্রাইমারী ও কিন্ডার গার্ডেন স্কুলের সাড়ে ১০হাজার শিশুকে কৃমি ট্যাবলেট খাওয়াবে রাজবাড়ী পৌরসভা। এছাড়াও আগামী ১১ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ে আরো প্রায় সাড়ে ১০হাজার শিক্ষার্থীদেরকে এ কৃমি ট্যাবলেট খাওয়ানো হবে।
রাজবাড়ী পৌরসভার উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
