Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিপ্লবের শতবর্ষ উদযাপনে রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির র‌্যালী-আলোচনা সভা

॥শিহাবুর রহমান॥ “ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে সামাজিক মালিকানায় বিশ্ব গড়–ন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিপ্লবের শতবর্ষ পালন করেছে জেলা কমিউনিস্ট পার্টি। এ উপলক্ষে গতকাল ২৮শে অক্টোবর দুপুরে রাজবাড়ী শহরের ফুলতলাস্থ রেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবি’র সভাপতি আব্দুস ছামাদ মিয়া। বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সদস্য আবুল কালাম, ধীরেন্দ্র নাথ দাস, সৌমেন দাস ভরত, দাউদ খান, জেলা কৃষক সমিতির সভাপতি মুজিব আলম বকুল, সাধারণ সম্পাদক আঃ ছাত্তার মন্ডল, গোয়ালন্দ উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ক্বারী মোঃ সাহাবুদ্দিন, পাংশা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সদস্য ডাঃ তোফাজ্জেল হোসেন, মাছপাড়া ইউনিয়ন কমিটির সদস্য সন্তোষ কুমার দাস ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডভোকেট বাবন চক্রবর্তী। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।