॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী রেলস্টেশনে গার্ডস রানিং রুমে গতকাল ১৭ই অক্টোবর বিকেলে সদ্য প্রয়াত গার্ড কাজী আরিফুল আশরাফ মুনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আব্দুর রউফ দিদার, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিপক কুমার সুর, খুলনা শাখার সভাপতি ইলিয়াস কবির, ঈরশ^দী জোনাল কমিটির সম্পাদক আবু হানিফা, পার্বতীপুর শাখার সেক্রেটারী শহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা শাখার সম্পাদক নুরুল ইসলাম, রাজবাড়ীর সাবেক সভাপতি ওসমান গনি, প্রয়াত গার্ড মুনের মা রওশন আরা বেগম, বোন কাজী সুফিয়া জামান ও রেজিয়া আক্তার বক্তব্য রাখেন।
স্মরণ সভায় প্রয়াত মুনের পরিবারকে ১লক্ষ ৭০হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীতে প্রয়াত গার্ড কাজী মুনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
