॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৫ই অক্টোবর সকাল ১০টায় ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে অভিযান চালিয়ে ১৮জন দালালকে আটক করে।
পরে তাদেরকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমানের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডিত দালালরা হলো ঃ ফরিদপুরের কোতয়ালী থানাধীন হাড়োকান্দি গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাদশা মোল্লা(২৭), তোফাজ্জেলের ছেলে সোহেল(২২), সবুজ মিয়ার স্ত্রী রেখা(২৫), দশহাজার গ্রামের নাসিরুল মিয়ার ছেলে রিন্টু মিয়া(২৮), বাখুন্ডা গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মুরাদ(২২), গেরদা গ্রামের শ্রীদাম মালোর স্ত্রী রেবা রাণী(৪০), পশরা গ্রামের স্বপন মুন্সীর স্ত্রী মিতু(৩১), পশ্চিম খাবাসপুরের ওয়াজেদের স্ত্রী নাসরিন সুলতানা(৩৪), শাহজাহান শেখের স্ত্রী সালেহা বেগম(৩২), সরোয়ারের স্ত্রী সুফিয়া(৪০), উত্তর আলীপুরের লালনের মেয়ে জোসনা (৩৭), খাবাসপুরের মীর কাশেমের স্ত্রী শিল্পী(৩০), ভাটপাড়ার সরোয়ার ফকীরের মেয়ে নুসরাত জাহান(২৫), বুকাইল গ্রামের শুকুর মোল্লার স্ত্রী রুমা(৩৫), ভাটিলক্ষ্মীপুর গ্রামের কোমর আলীর স্ত্রী নারগিস(৫০), সদরপুর থানার বাইশরশি গ্রামের এস্কেন্দার মুন্সীর মেয়ে সীমা আক্তার(২৩), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের মোকছেদ মন্ডলের ছেলে শাহিদুল ইসলাম(২২) ও রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আফসারের মেয়ে গোলাপী(৪০)।