Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারী হাসপাতালগুলোর পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশ মানসম্মত নয়-জনগণ কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত –সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী

॥স্টাফ রিপোর্টার॥ সরকারী প্রতিশ্র“তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৪তম সভা গতকাল ৮ই অক্টোবর বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দোতলায় কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ রহমত আলী, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার, নাটোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মজিদ খান এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারায়ণ চন্দ্র দাস, ডিজি অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, স্বাশিপক’র উপ-সচিব খান মোঃ নুরুল আমিন, স্বাস্থ্য সেবা বিভাগের উপ-প্রধান মোঃ মজিবুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোঃ খলিলুর রহমান ও মোঃ নাসির উদ্দিন এবং আইএমইডি’র মহাপরিচালক আল মামুনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ৩৩তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও মাদার অব হিউম্যানিটি অভিধায় অভিষিক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন, সাতক্ষীরা মেডিকেল কলেজের টেন্ডার আগামী ১০দিনের মধ্যে সম্পন্ন করা হবে মর্মে অবহিতকরণ, রাজবাড়ী জেলা হাসপাতালের প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার/নার্স/কর্মচারী পদায়ন, এনেসথেসিয়ার ডাক্তার পদায়ন এবং হাসপাতালটি আড়াইশ শয্যায় উন্নীতকরণের বিষয়ে প্রস্তাব প্রেরণের বিষয়ে আলোচনা, কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার পদায়নে সমন্বয়হীনতা দূরীকরণে আলোচনা করা হয়।
বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুকূলে প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয়। এছাড়া, দক্ষিণ এশীয় স্পিকারদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে দেশে তামাকের ব্যবহার নির্মূল করার বিষয়ে প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, ২০১৭-২০১৮ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় ৭৩৬৭ কোটি টাকা ব্যয়ে মোট ৪৫টি প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ১৬১৯ কোটি টাকা ব্যয়ে ১৫টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে।
সভায় দেশের সরকারী হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক ডাক্তারের পদ থাকলেও মফস্বলে পদের বিপরীতে যথেষ্ট লোকবল নেই এবং হাসপাতালগুলোর পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশ মানসম্মত নয় বলে জনগণ তাদের কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। সভায় সরকারী হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ এবং সার্বিক ব্যবস্থাপনার মান বৃদ্ধি করে হাসপাতালে সেবার মান নিশ্চিত করার সুপারিশ করা হয় বৈঠকে। সরকারী হাসপাতালে ডাক্তার পদায়নের ক্ষেত্রে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন এবং পদায়নকৃত ডাক্তার যাতে নির্দিষ্ট সময়ের পূর্বে ডেপুটেশনে বদলি হতে না পারে তার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়।
তামাকজাত পণ্য থেকে সরকার শতকরা ১ভাগ হারে যে সারচার্জ পেয়ে থাকে তা হাসপাতালগুলোর সেবার মানোন্নয়নে এবং তামাক চাষের পরিবর্তে কৃষক যাতে সবজি চাষে উদ্বুদ্ধ হয় সেজন্য প্রনোদনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকে ঔষধ সরবরাহ ও বিতরণে মনিটরিং ব্যবস্থা জোরদার করে সার্বক্ষণিক ঔষধপ্রাপ্তি নিশ্চিত করার ও পরামর্শ দেওয়া হয় বৈঠকে।