॥রফিকুল ইসলাম॥ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)’র রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৭ই অক্টোবর বিকেল ৪টায় অংকুর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
জেলা বিসিডিএস’র আহ্বায়ক মোঃ ইউনুছ ঢালীর সভাপতিত্বে সম্মেলনে সমিতির সদস্যদের কণ্ঠভোটে পুনরায় শেখ আব্দুস সোবহানকে সভাপতি, শেখ আব্দুর রউফ হিটু সাধারণ সম্পাদক এবং শেখ মাহফুজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিতরা পরবর্তীতে ১৭ সদস্য বিশিষ্ট জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন করবেন। রাজবাড়ীর বিভিন্ন ওষুধের দোকানীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রাজবাড়ী জেলা শাখার নতুন কমিটি গঠন
