Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে লার্নিং এন্ড আর্নিং এর মেন্টরিং সেশন অনুষ্ঠিত

॥কাজী তানভীর মাহমুদ॥ ‘আমরা হবো জয়ী, আমরা দূর্বার-ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’-এই শ্লে¬াগানকে সামনে রেখে রাজবাড়ীতে এলইডিপি আইসিটি ডিভিশনের উদ্যোগে ইন্টারনেটের মাধ্যমে আয় নিশ্চিতকরণের লক্ষ্যে মেন্টরিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে সেপ্টেম্বর বেলা ১১টায় রাজবাড়ী মেন্টরিং সেন্টারের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মেন্টরিং সেশনে প্রধান বক্তা হিসেবে ফ্রিল্যান্সারদের উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের লিড ট্রেইনার এন্ড মেন্টর রুহুল কে. সাগর।
ডিজিটাল মার্কেটিং ট্রেইনার চৌধুরী তাহমিরুল মোস্তফা তামিমের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েব ডেভেলপমেন্ট ট্রেইনার মোস্তাফিজুর রহমান মিলন, স্যোসাল টিম সদস্য আরাফাত টিটু, মাহমুদুল হাসান, ফয়সাল হক, সফল ফ্রিল্যান্সার শামীম আহসান, ডিজিটাল মার্কেটিং প্রথম ব্যাচের মোঃ সজিব রহমান, সাগর রাহা, ২য় ব্যাচের জুয়েল রানা ও জান্নাতুল নাঈম প্রমুখ।
বক্তারা নতুন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে বলেন, দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করতেই সরকারের এলইডিপি আইসিটি ডিভিশনের উদ্যোগে ইন্টারনেটের মাধ্যমে এই ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণের ব্যবস্থা। এই প্রকল্পের আওতায় ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অনেকেই ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে নানাবিধ কাজের অর্ডার নিয়ে বৈদেশিক মুদ্রা আয় করছেন। এতে দেশের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি নিজেদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।