Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

॥সৈকত শতদল॥ রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা গতকাল মঙ্গলবার বিকেলে পাংশার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। প্রথমে তিনি দত্তপাড়া কল্যান সংঘ পূজা মন্ডপ, তারপর পর্যায়ক্রমে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির পূজামন্ডপ, ভাই ভাই সংঘ পূজা মন্ডপ ও ঘোষপাড়া সার্বজনীন দুর্গামন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পাংশা ভাই ভাই সংঘ পূজামন্ডপে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার সালমা বেগম বলেন, পূজা হিন্দু ধর্মের লোকজনের হলেও উৎসব যেন সকলেরই। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হিন্দু-মুসলিম পরস্পর এক হয়ে পূজামন্ডপে শান্তিপূর্ণ চলাফেরা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম উপস্থিত ছিলেন।
ভাই ভাই সংঘ পূজা মন্ডপের সভাপতি, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগর পুলিশ সুপার সালমা বেগমকে পূজামন্ডপে অভ্যর্থনা জানান।