॥মোক্তার হোসেন॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে পাংশা পৌরসভা চত্বরে গতকাল ২২শে ডিসেম্বর রাতে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এটি ২১১তম পরিবেশনা।
সন্ধ্যারাত ৭টার দিকে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিনাত আরা। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পাংশার জনপদ অনেক সমৃদ্ধ। এখানে অনেক গুণীজনের জন্ম হয়েছে। এখানকার শিক্ষা ও শিল্প-সাংস্কৃতিক কর্মকান্ডের ঐতিহ্য রয়েছে।
তিনি বলেন, অ্যাক্রোবেটিক একটি বিনোদনমূলক প্রদর্শনী। বিনোদনমূলক কর্মকান্ড যত বেশি হবে শিল্প-সংস্কৃতি তত সমৃদ্ধ হবে। আর বিনোদনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকলে যুবসমাজ বিপথগামীতা থেকে রক্ষা পাবে। এ জন্য বিনোদন ও সাংস্কৃতিকমূলক কর্মকান্ড বিকশিত করতে শিল্পকলার কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ ও পাংশা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ। অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মুহাম্মদ আবদুল ওয়াহাব, পাংশা থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ মাহমুদুর রহমান, পৌরসভার সচিব মোঃ ছিদ্দিক আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহম্মদ, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন, খোন্দকার রিপন, পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ, লাবলু বিশ্বাস, রাশিদা ইয়াসীমনসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরৃন্দ, ইউপি চেয়ারম্যানগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় জেলা প্রশাসক জিনাত আরা পাংশা পৌরসভায় পৌছালে পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস তাকে ফুলেল অভ্যর্থনা জানান।