Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন —রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম

॥দেবাশীষ বিশ্বাস॥ আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাজবাড়ী পুলিশ সুপারের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা গতকাল ২১শে সেপ্টেম্বর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার বাগচী, সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী প্রমুখ। জেলার ৫টি থানার পুলিশ কর্মকর্তাগণসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা বলেন, দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। উৎসব পালনে পুলিশের পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হবে। যেভাবে ঈদের সময় রাত-দিন পরিশ্রম করে আমরা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছি, সেভাবেই শারদীয় দুর্গোৎসবেও নিরাপত্তা রক্ষার জন্য কাজ করবো।