॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২০শে সেপ্টেম্বর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরিদপুর সদরের বিভিন্ন চালের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে অতিরিক্ত চাল মজুত করে রাখার দায়ে ৪জন চাল ব্যবসায়ীকে আটক করাসহ ১২০ মেট্রিক টন চাল জব্দ করে।
আটককৃতরা হলো ঃ ফরিদপুর শহরের খোদাবক্স রোডের শিবু নাথ সাহা(৫২) ও নবীন চন্দ্র সাহা(৪৫), রঘুনন্দনপুরের কীর্তন সাহা(৪৩) এবং চরকবাজারের এ.এন.এম আনিছুজ্জামান(৪৮)। পরে তাদেরকে ফরিদপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার শীলের ভ্রাম্যমান আদালতে সর্বমোট ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরের ৪জন চাল ব্যবসায়ীর জরিমানা॥১২০ মেঃ টন চাল জব্দ
