॥কবির হোসেন॥বাংলা সাহিত্যাকাশের দুই উজ্জল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ৭৬তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ১৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় একামেডী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একামেডীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ দিলীপ কুমার কর ও সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।