॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নাওডুবি ও সিলিমপুর এলাকা থেকে গতকাল ১৪ই সেপ্টেম্বর পৃথক অভিযানে ১২৫ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে ডিবি’র একটি দল গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের আঃ মমিন মন্ডলের ছেলে খায়রুল মন্ডল(৩২) ও সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সিলিমপুর রবের বটতলা গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে গোলাম গাউস(২৭)।
রাজবাড়ী ডিবি পুলিশের এস.আই হিরন কুমার জানান, গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০পিচ ইয়াবাসহ গোলাম গাউসকে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাওডুবি বাঙালবাড়ী ব্রিজের উপর থেকে ৭৫ পিচ ইয়াবাসহ খায়রুলকে গ্রেফতার করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে রাজবাড়ী থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ী ডিবি’র পৃথক অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার
