॥দেবাশীষ বিশ্বাস/হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর থানা ভবনের দোতলায় থানার রেকর্ড রুমের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১০ই সেপ্টেম্বর সকালে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল বাশার মিয়া এই রেকর্ড রুমের নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এ সময় মেসার্স উজ্জল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ উজ্জল হোসেনসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উজ্জল হোসেনের অর্থায়নে এই রেকর্ড রুমটি নির্মিত হবে।
উদ্বোধন শেষে সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া জানান, গত ১৪ মাস ধরে সদর থানায় দায়িত্ব পালনকালে রাজবাড়ীবাসীকে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। ইতিপূর্বে থানা ভবনের নিচতলায় যেখানে রেকর্ড রুমটি ছিল সেখানে ডিজিটাল কম্পিউটার রুম করা হয়েছে। তাই সেটাকে স্থানান্তর করে দোতলার ফাঁকা জায়গায় নতুন করে রেকর্ড রুমটি স্থাপন করা হচ্ছে। রাজবাড়ীর ব্যবসায়ীরা ইতিপূর্বেও অনেক ভাল কাজে অবদান রেখেছেন।
এ সময় মেসার্স উজ্জল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ উজ্জল হোসেন বলেন, ভাল কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। রেকর্ড রুমটি নির্মিত হলে সবাই উপকৃত হবে।
রাজবাড়ীর সদর থানায় রেকর্ড রুমের নির্মাণ কাজ উদ্বোধন

SAMSUNG CAMERA PICTURES