॥দেবাশীষ বিশ্বাস॥ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক রাজবাড়ী জেলার ৩৬টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল ১০ই সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমান সরকার বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে সহযোগিতা করে যাচ্ছে। তাদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ এই অনুদান দেওয়া হচ্ছে।
তিনি দেশ ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করার জন্য বেসরকারী সংস্থাগুলোর প্রতি আহবান জানান। অনুষ্ঠানে জেলার ৩৬টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ৪ লক্ষ ২৫হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলার ৩৬টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

SAMSUNG CAMERA PICTURES