॥স্টাফ রিপোর্টার॥ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার সময় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ৩১শে আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী একটি বাসের(বৈশাখী ডিলাক্স পরিবহন) সুপারভাইজার সালাম মিয়া (২৬)কে আটক করে।
পরে তাকে ঘাটে দায়িত্ব পালনরত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাকে ৮ হাজার টাকা জরিমানা করেন। সুপারভাইজার সালাম মিয়া রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার রব মিয়ার ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপারভাইজার সালাম মিয়া যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৩গুণ বেশী ভাড়া আদায় করছিল।
দৌলতদিয়ায় অতিরিক্ত ভাড়া নেয়ায় আটক সুপারভাইজারের জরিমানা
