॥স্টাফ রিপোর্টার॥ চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও হত্যা, বরগুনায় স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ, বগুড়ায় কিশোরী গণধর্ষণসহ সারাদেশে ধর্ষণ, নারী হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গতকাল ৩১শে আগস্ট সকালে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভানেত্রী লাইলী নাহার, সাধারণ সম্পাদক সবিতা চন্দ্র, নারী নেত্রী এডঃ নাজমা সুলতানা, মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ বক্তব্য দেন।
চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন
