Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ট্রেনে কেটে নিহত মামা-ভাগ্নের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান

॥কবির হোসেন॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকায় গতকাল ২১শে ডিসেম্বর সকালে ট্রেনে কাটা পড়ে নিহত ২জনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী গতকাল বুধবার সন্ধ্যায় খানখানাপুর বাড়ৈপাড়ার নিহত বাক প্রতিবন্ধী জাহিদ রাঢ়ী(২৫) এবং শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিহত তুষার গাজী(২)’র বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান বাবদ ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা অনুদান দেন। এছাড়াও তারা নিহতদের পরিবারের সদস্যদেরকে শান্তনা দেন। নিহত উভয়ের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লালসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে খানখানাপুর বাড়ৈপাড়ার মজিবর রাঢ়ীর ছেলে বাক প্রতিবন্ধী(বোবা) জাহিদ রাঢ়ী তার ভাগ্নে শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের হাসান গাজীর ছেলে তুষার গাজীকে কোলে নিয়ে স্থানীয় তালেব শেখের দোকান থেকে বিস্কুট কেনার জন্য রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।