॥রেজাউল করিম॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে গত ২৮শে আগস্ট সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল বাশার মিয়া।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবুল কালাম ভুঁইয়া, আহ্লাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নবী হোসেন খান এবং সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আঃ রহিম মোল্লা বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সানাউল্লাহ বিশ্বাস, ইব্রাহীম মল্লিক বাবু, হাজী আঃ সালাম, মনু খান, শাহনেওয়াজ স্বপন, জায়েদ আলী মেম্বার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া বলেন, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অপরাধী যতো শক্তিশালীই হোক না কেন পুলিশের হাত থেকে রেহাই পাবে না। তিনি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কিছু কিছু সংযোগ সড়কে পাহাড়ার ব্যবস্থা করার পরামর্শ দেন। অন্যান্য বক্তাগণও ঈদুল আযহাকে সামনে রেখে জনগণের জানমাল রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
গোয়ালন্দ মোড়ে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা
