॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তণ গণপরিষদ সদস্য ও তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী হেদায়েত হোসেনের ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ১৯শে আগস্ট সকালে শহরের বিনোদপুরে কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সহ-সভাপতি ওয়াজিউল্লাহ মন্টু, রাজবাড়ী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া, রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ জাকির হোসেন, রাজবাড়ী ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান শরীফ, সদস্য আবু দাইয়ান জাহাঙ্গীর, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতু, জেলা যুবলীগের আহবায়ক আবুল হোসেন শিকদার ও প্রয়াত নেতার নাতনী কানিজ ফাতেমা চৈত্রী প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের কো-অডিনেটর মোঃ আইন উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য প্রয়াত মহান এ নেতার জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও স্মৃতিচারণ করেন।
রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন ডায়াবেটিক হাসপাতালে দোয়া-মিলাদ মাহফিল
