থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সুরাপং সোয়ানা-অদ্থ গতকাল ৭ই আগস্ট ঢাকা সেনানিবাসস্থ সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে রয়েল থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান বনানীস্থ নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় নৌ সদরের পিএসওগণ, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, উক্ত প্রতিনিধি দলের উর্ধ্বতন কর্মকর্তাসহ নৌসদরের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তিনি নৌ প্রধানের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পারিক কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এরআগে জেনারেল সুরাপং সোয়ানা-অদ্থ নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌ প্রধান(অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাঁকে স্বাগত জানান।
থাই প্রতিরক্ষা বাহিনী প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
থাই প্রতিরক্ষা বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল “গার্ড অব অনার’ প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, জেনারেল সুরাপং সোয়ানা-অদ্থ এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলটি তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ৬ই আগস্ট ঢাকায় আগমন করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। প্রতিনিধি দলটি বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামী ৮ই আগস্ট ঢাকা ত্যাগ করার কথা রয়েছে -আইএসপিআর।
রাজকীয় থাই প্রতিরক্ষা বাহিনী প্রধানের ঢাকা সেনানিবাসে ব্যস্ত দিন অতিবাহিত
