॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ৬ই আগস্ট দুপুরে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে থেকে ৩০বোতল ফেনসিডিলসহ বিক্রেতা হাজেরা বেগম (৪০)কে গ্রেফতার করেছে। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের ওমেদুল মন্ডলের স্ত্রী।
রাজবাড়ী ডিবির ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, আটক হাজেরা পেশাদার মাদক ব্যবসায়ী। সে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজবাড়ীতে এনে বিক্রি করতো। গতকাল ৬ই আগস্ট দুপুরে সে চুয়াডাঙ্গা থেকে ট্রেন যোগে রাজবাড়ীতে আসে। এরপর রাজবাড়ী রেলস্টেশনের সামনে টেম্পু ষ্ট্যান্ড এলাকায় ক্রেতার জন্য অপেক্ষা করাকালে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি’র একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
রাজবাড়ী রেলস্টেশন এলাকার টেম্পুষ্ট্যান্ড থেকে ফেন্সিডিলসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার
