Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় নাট্যালোকের উদ্যোগে গুণীজন সংবর্ধনা॥বার্ষিক নাট্য উৎসবের উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা প্রাঙ্গনে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের উদ্যোগে গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা ও বার্ষিক নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।
নাট্যালোকের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ ডিডিসি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন ও তার সহধর্মিনী নিলুফা রফিক, রাজবাড়ী জেলার সর্বোচ্চ আয়করদাতা হিসেবে জাতীয়ভাবে সম্মাননাপ্রাপ্ত রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, তরুণ আয়করদাতা হিসেবে জাতীয়ভাবে সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশিক মাহমুদ মিতুল হাকিম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও ৬ষ্ঠ বারেরমত জেলার সর্বোচ্চ আয়করদাতা হিসেবে জাতীয়ভাবে সম্মাননাপ্রাপ্ত উত্তম কুমার কুন্ডুকে শুভেচ্ছা সম্মাননা ক্রেস্ট এবং নাট্যালোকের প্রয়াত নাট্যকর্মী নাজির হোসেন নিলু চৌধুরী, সুনীল কুমার সাহা, অনূপ কুমার দত্ত, বিশু বাগচী, হরেকৃষ্ণ মিত্র, জগদীশ বিশ্বাস রাধু, ডাঃ সন্তোষ কুমার দে, রবীন্দ্রনাথ চূর্ণকার, ঋষিকেশ রায়, সন্তোষ বিশ্বাস, গোবিন্দ প্রসাদ কুন্ডু, মলয় কুমার শর্মা, কালিদাশ সরকার ও দিল মোহাম্মদকে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন বক্তব্য রাখেন। বক্তাগণ অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাট্যালোকের সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল ওয়াহাব, মিসেস সাঈদা হাকিম, পাংশা থানার অফিসার ইনচার্জ এস.এম শাহজালাল, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা পৌরসভার প্যানেল মেয়র পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, যশাই ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান, নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাশ সাগর, সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সীপার, পাংশা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দিপক কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন, খোন্দকার রিপন, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ নাট্যালোকের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক হাজারী আবুল হাসিম। ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ কর্মসূচীর আয়োজন করে পাংশার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক।
জানাযায়, উদ্বোধনী রাতে ‘গরীব কেন মরে’, রবিবার দ্বিতীয় রাতে ‘হাঁসির হাটে কান্না’ ও গতকাল সোমবার তৃতীয় রাতে ‘কে দেবে জবাব’ নাটক মঞ্চায়িত হয়।
স্বপন বিশ্বাস, বিষ্ণুপদ সিকদার, সঞ্জীব কুন্ডু, শামসুল আলম, হাজারী আবুল হাসিম, মুকুল কুন্ডু, চৈতন্য বসাক হিমাংশু কুন্ডু রকেট, পার্থ বাগচী, একেএম শরিফুল মোরশেদ রনজু, আজমল হোসেন জিন্নাহ, আরিফ খান, দুলাল আচার্য, দেবাশীষ কুন্ডু, মনির হোসেন, ডাঃ সমীর কুন্ডু, আব্দুল মমিন, মিজানুর রহমান মজনু, আবু দাউদ, জালাল বিশ্বাস, আলী আহসান, সুনিল বিশ্বাস, শামীম আহম্মেদ, আজাহার উদ্দিন, মোঃ মেরাফ, তুষার, জোসনা বিশ্বাস, পূরবী দত্ত, সাবিত্রী সেন ও লক্ষèী রানী প্রমূখ অভিনয় করছেন। ২১শে ডিসেম্বর পর্যন্ত নাট্যাৎসব চলবে।