Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করলেন করলেন সংসদ সদস্য

॥বিশেষ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১৮টি গ্রামের শতভাগ পল্লী বিদ্যুতায়ন গতকাল ৩০শে জুলাই বিকেলে উদ্বোধন করা হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়া, বেপারী পাড়া, লালু মন্ডল পাড়া, ছাত্তার মেম্বার পাড়া, ঢল্লা পাড়া, জয়দার মন্ডল পাড়া, নতুন পাড়া, নাসির সরদার পাড়া, ইদ্রিস মিয়ার পাড়া, সরদার পাড়া, তমিজ উদ্দিন মৃধা পাড়া, রবিউল্যাহ বেপারী পাড়া, নৈমদ্দিন সরদার পাড়া, ছমির মৃধার পাড়া, রহিম ফকির পাড়া, চর করনেশন, আংকের শেখের পাড়া ও শাহাদত মেম্বার পাড়া। এই মোট ১৮টি গ্রামের প্রায় ৪হাজার পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ আমজাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোল্লা, পল্লী বিদ্যুত সমিতির বোর্ড পরিচালক কোব্বাত আলী, মহিলা পরিচালক নুরন্নাহার ও এলাকা পরিচালক-২ হাবিবুর রহমান হবি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিদ্যুতের সুইচ টিপে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।