Site icon দৈনিক মাতৃকণ্ঠ

‘অলিম্পিক ডে’ উপলক্ষে রাজবাড়ীতে বর্নাঢ্য র‌্যালী

॥রফিকুল ইসলাম॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী ‘অলিম্পিক ডে’ উপলক্ষে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ২৮শে জুলাই সকালে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের আম্রকানন চত্বর থেকে শুরু হয়ে র‌্যালীটি প্রধান সড়ক দিয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
র‌্যালী শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী ‘অলিম্পিক ডে’র গুরুত্ব অপরিসীম। দিবসটি আমাদেরকে বিশ্বের সকল খেলাধুলার কথা স্মরণ করিয়ে দেয়। খেলাধুলা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখে। তাই সকলকে খেলাধুলায় এগিয়ে আসতে হবে। খেলাধুলা মনকে যেমন প্রফুল্ল রাখে, তেমনই সুস্বাস্থ্যও গড়ে তোলে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ এডঃ তসলিম উদ্দিন আহম্মেদ তপন, কার্যনির্বাহী সদস্য এডঃ দেবদাস চক্রবর্তী পুলক এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগরসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।