Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আজ মীর মশাররফ হোসেনের ১০৫ তম মৃত্যুবার্ষিকী

॥মাতৃকন্ঠ ডেস্ক॥ ১৮৪৭ সালে ১৩ নভেম্বর নানা বাড়ী কুষ্টিয়া জেলার লাহিনী পাড়া গ্রামে সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে জন্ম গ্রহণ করেন মহান এই মনীষি। আজ ১৯ ডিসেম্বর মীর মশাররফ হোসেনের ১০৫ তম মৃত্যুবার্ষিকী বাংলা সাহিত্যের দিকপাল ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর মুসলিম প্রতিভা কালজ¦য়ী উপন্যাস “বিষাদ সিন্ধু” এর রচয়িতা । কুষ্টিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের নবাব বাড়ীতে তার বাকী জীবন কাটিয়েছেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে এখানেই তাকে সমাহিত করা হয়। মীর মশাররফ হোসেনের সমাধিস্থল ঘিরে বাংলা একাডেমি মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স নামে একটি সুসজ্জিত ভবন নির্মাণ করেছে।  প্রখ্যাত এই সাহিত্যিকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো দিন ব্যাপী নানা কর্মসুচি গ্রহন করেছে।এছাড়াও মীর মশাররফ হোসেনের ১০৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থলে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল এবং মীর মশাররফ হোসেনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।