Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা ইউএনও’র দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে বিকাশে টাকা চেয়ে প্রতারক চক্রের ফোন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের দাপ্তরিক মোবাইল নম্বর (০১৭৩৩-৩৩৬৪০৫) ক্লোন করেছে প্রতারক চক্র।
গতকাল ১৭ই জুলাই বেলা ১১টার পর থেকে বিভিন্ন সময়ে প্রতারক চক্র ইউএনও’র সরকারী মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে পাংশার পাট্টা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রব(মোনা বিশ্বাস), বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী সরদার, কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিলসহ কয়েকজন জনপ্রতিনিধির কাছে তাদের অনুকূলে বরাদ্দ প্রদানের কথা উল্লেখ করে বিভিন্ন অংকের টাকা বিকাশের মাধ্যমে প্রেরণের জন্য ফোনকল করে প্রতারক চক্র। প্রতারণামূলক ফোনকল করার সময় উল্লেখিত জনপ্রতিনিধিদের কেউ কেউ পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত সভায় ইউএনও মোঃ সাখাওয়াত হোসেনসহ অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করেন। ইউএনও মোঃ সাখাওয়াত হোসেন প্রতারক চক্রের খপ্পরে না পরার জন্য জনপ্রতিনিধিসহ সকলকে সতর্ক করেন। এ বিষয়ে পাংশা থানায় একটি জিডি করা হয়েছে বলে জানা গেছে।