Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নাইজেরিয়ার সেনাপ্রধান বিমান দুর্ঘটনায় নিহত

॥আন্তর্জাতিক ডেস্ক॥ নাইজেরিয়ার উত্তরাঞ্চরাঞ্চলীয় কাদুনা রাজ্যে গত শুক্রবার এক বিমান দুর্ঘটনায় সেনাপ্রধান লেঃ জেনারেল ইব্রাহিম আত্তাহিরু এবং আরো কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।
খারাপ আবহাওয়ার কবলে পড়ায় তাদের বিমান বিধ্বস্ত হয়। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
এদিকে বিবিসি’র খবরে বলা হয়, সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি অবতরণের চেষ্টা করেছিল। এতে উড়োজাহাজটির ক্রুসহ আরো ১০ জন নিহত হয়েছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ বছরের জানুয়ারীতে ৫৪ বছর বয়সী জেনারেল আত্তাহিরুকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। দেশটিতে জঙ্গি মোকাবেলায় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে আত্তাহিরুকে সেনাপ্রধান করা হয়।
নাইজেরিয়ার বিমান বাহিনী জানায়, কাদুনা অন্তর্জাতিক বিসানবন্দরে বিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘সেনাবাহিনী যখন নাইজেরিয়ার নিরাপত্তা ঝুঁকি নিরসনের পথে, তখন এ ঘটনা আমাদের ওপর মারাত্মক একটি আঘাত।’