Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভারতে করোনায় নতুন করে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার জন॥মৃত্যু-১৭৬১

॥আন্তর্জাতিক ডেস্ক॥ ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গতকাল মঙ্গলবারের সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে একদিনে ২ লাখ ৫৯ হাজার ১৭০ ব্যক্তি নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছে। ফলে এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জনে পৌঁছেছে এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টায় হালনাগাদ করা তথ্যে দেখা গেছে, প্রতিদিনের নতুন প্রাণহানি রেকর্ড সংখ্যক ১হাজার ৭৬১ জনে পৌছায় মোর্ট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনে।
গত ৭ই আগস্ট, ভারতের কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে যায়, ২৩শে আগস্ট ৩০ লাখ, ৫ই সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ই সেপ্টেম্বর ৫০ লাখ, ২৮শে সেপ্টেম্বর, এটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে, ১১ই অক্টোবর ৭০ লাখ এবং ২৯শে অক্টোবর ৮০ লাখ ছাড়িয়ে যায়, ২০শে নভেম্বর ৯০ লাখ এবং ১৯শে ডিসেম্বর এক কোটি ছাড়িয়ে যায়।
আইসিএমআর-এর তথ্যানুসারে, ১৯শে এপ্রিল পর্যন্ত ২৬ কোটি ৯৪ লাখ ১৪ হাজার ৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।