Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দেশে এখন পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ১১ লক্ষাধিক মানুষ

॥স্টাফ রিপোর্টার॥ দেশে এখন পর্যন্ত ১১ লক্ষাধিক মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন।
এদের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার ৬২৪ জন পুরুষ এবং ৩ হাজার ৫৯ হাজার ৮৭ জন নারী রয়েছেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ১৫৫ জন এবং নারী ৭৯ হাজার ৫২৩ জন রয়েছেন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ২ হাজার ৭০৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৪৭ হাজার ৫০২ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ হাজার ৭৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২ লাখ ৭০ হাজার ৯৫৯ জন, রাজশাহী বিভাগে ১ লাখ ২৮ হাজার ৭৬৩ জন, রংপুর বিভাগে ১ লাখ ৬ হাজার ৬৩৪ জন, খুলনা বিভাগে ১ লাখ ২৮ হাজার ১৫৯ জন, বরিশাল বিভাগে ৫১ হাজার ৫২৩ জন এবং সিলেট বিভাগে ৯৩ হাজার ২৩৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭শে জানুয়ারী করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ই ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।