Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী শহরের ৩টি ক্লিনিককে জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ পরিবেশ দূষণের দায়ে রাজবাড়ী শহরের ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গতকাল ১০ই ফেব্রুয়ারী দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে রাজবাড়ী শহরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে শহরের সজ্জনকান্দাস্থ রাজবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আদর্শ ক্লিনিককে ২৫ হাজার টাকা এবং রাজবাড়ী মেডিকেল সেন্টারকে জরিমানার পরিমান ১৫ হাজার টাকা জরিমান করেন।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচ এম রাসেদ জানান, ভবিষ্যতেও রাজবাড়ীতে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ধরণের মোবাইল কোর্টের অভিযান অ্যাহত থাকবে।