Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কৃষকের মাঝে এসিআই সিডার ও মিনি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণ ২য় পর্যায়ে প্রথম সংশোধিত ভর্তুকীর আওতায় কৃষকের মাঝে এসিআই সিডার ও মিনি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছে।
গত ১৬ই ডিসেম্বর বিকেলে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কৃষকদের মাঝে এসিআই সিডার ও মিনি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানাযায়, ভর্তুকীমূল্যে মৌরাট ইউপির মজিবর রহমান, পাংশা পৌরসভার গাফ্ফার শেখ, কসবামাজাইল ইউপির নজরুল ইসলাম, কলিমহর ইউপির সাবু মন্ডল ও সরিষা ইউপির আব্দুল হাই এসিআই সিডার(পাওয়ার ট্রিলার) ও যশাই ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান ভর্তুকীমূল্যে এসিআই মিনি কম্বাইন্ড হারভেষ্টার ক্রয় করেন।