Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত

॥রোম প্রতিনিধি॥ ইতালীর রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় প্রথমে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন এবং পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কমিউনিটির বক্তাগণ বঙ্গবন্ধু এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত শামীম আহসান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ, নির্যাতিতা নারী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিজয় দিবসের প্রেক্ষাপট ঐতিহাসিক তথ্যসহ তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১, ভিশন-২০৪১ ও ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নের লক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় বৈশ্বিক স্বীকৃতির কথা তুলে ধরে বর্তমান সরকারকে প্রবাসী বান্ধব সরকার হিসেবে অভিহিত করে প্রবাসীদের সেবার মান আরো বৃদ্ধির আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।