॥টোকিও প্রতিনিধি॥ জাপানের টোকিওস্থ বাংলাদেশের দূতাবাসে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৬ই ডিসেম্বর সকালে প্রথমে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের পর মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর অনলাইনে বিজয় দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। জাপানী ও জাপান প্রবাসী বাংলাদেশীসহ শতাধিক অতিথি এই ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়াও ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার ও বাংলাদেশের মর্যাদা অটুট রাখার আহ্বান জানানোর পাশাপাশি জাপান প্রবাসীসহ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
আলোচনায় অংশ নিয়ে টোকিও সেক্রেড হার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাপান বাংলাদেশ সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট মাসাকি ওহাসি দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বাংলাদেশের উন্নয়ন তুলে ধরে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরো উন্নত ও আধুনিক। নতুন প্রজন্মের কাছে বাঙালী জাতির গর্বের সোনালী ইতিহাস বার বার তুলে ধরতে হবে। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাপান প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহান মুক্তিযুদ্ধের উপর ভিডিও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।