হোমিও ডাক্তার কাজী ইমাম আজমের বিরুদ্ধে রাজবাড়ী থানায় র্যাবের মামলা
adminraj
॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজবাড়ী জেলার রাজবাড়ী বাজারের ইসলাম ম্যানশনের কাজী হোমিও ফার্মেসীতে লাইসেন্স ব্যতীত এ্যালকোহল জাতীয় হোমিও ঔষধ অবৈধভাবে বিক্রি করছে। এ বিষয়ে অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়ার পর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ খালেদ মাহমুদের নেতৃত্বে গত ৩রা ডিসেম্বর রাজবাড়ী ইসলাম ম্যানশন কাজী হোমিও ফার্মেসীতে অভিযান পরিচালনা করে হোমিও ডাক্তার কাজী ইমাম আজম(৫৫), পিতা-মৃত আমজাদ হোসেন, সাং-২নং বেড়াডাঙ্গা, থানা- রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’কে আটক করা হয়। এ সময় আটকৃত তার হেফাজতে থাকা ৩৬৮ বোতল নিষিদ্ধ এ্যালকোহল জাতীয় হোমিও ঔষধ জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত হোমিও ডাক্তার কাজী ইমাম আজমের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।