Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অক্টোবরে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ২লাখ ৩৩হাজার

॥আন্তর্জাতিক ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন গত ৮ই অক্টোবর প্রকাশিত এক পূর্বাভাবে বলেছে, আগামী ৩১শে অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আকান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩৩ হাজারে দাঁড়াতে পারে।
নতুন এই সমন্বিত হিসাবে আশঙ্কা করা হয়, ৩১শে অক্টোবর নাগাদ সপ্তাহগুলোতে কোভিড-১৯ এ ২হাজার ৮০০ থেকে ৬ হাজার জনের মৃত্যু হতে পারে এবং এতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৪ হাজার থেকে ২ লাখ ৩৩ হাজারে দাঁড়াতে পারে।
অঙ্গরাজ্য ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত পূর্বাভাসে বলা হয়, আগামী ৪ সপ্তাহে ৭টি অঙ্গরাজ্যে মৃত্যুর হার হ্রাস পেতে পারে। ভবিষ্যতে মৃত্যুর প্রবণতা অনিশ্চিত বা অন্যান্য অঙ্গরাজ্য ও অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৫ লাখ ৯১ হাজারের বেশী লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মোট ২ লাখ ১২ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়েছে।